
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার সকাল ৯ টার মধ্যে তারা মারা জান। তাদের করোনা ধরার পর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মারা যাওয়া রোগীদের ২ জনের বাড়িই রাজশাহী জেলায়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। তাদের বয়স ৪১ থেকে ৬২ বছরের মধ্যে।
রামেকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৪৩ জন। যা গতকালকে রোগী ভর্তি ছিল ৫৮ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি আছেন ৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন রোগী। এদিকে (২১জানুয়ারি) রামেক ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৬জনের করোনা ধরা পড়েছে। তার মধ্যে রাজশাহীর ২৯, চাঁপাইনবাবগঞ্জ ১৫ ও নাটোরের ২ জন রয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৭১, চাঁপাইনবাবগঞ্জ ৪১ দশদিক ৫৪, নাটোর ৯ দশমিক ৫২ শতাংশ।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar