অনলাইন ডেস্ক | ১৫ জুন ২০১৮ | ৯:৫৮ অপরাহ্ণ
বিশ্বে ক্রীড়া এবং সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ শো বিশ্বকাপ ফুটবল৷ এই শো-টিকে ঘিরে বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের মানুষ ফুটবলের নামে একাত্ম হতে পারেন৷ ফুটবলের এই সবচেয়ে বড় ইভেন্টিকে ফের ধ্বংস করার চ্যালেঞ্জ ছুড়ল ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন আইএস৷
সাইট নামে একটি গোয়েন্দা সংস্থার হাতে এসেছে আইএস জঙ্গি সংগঠনটির কিছু পোস্টার৷ যেখানে ইসলামিক জঙ্গি সংগঠনটির পক্ষে হুমকি দিয়ে লেখা হয়েছে এই ফুটবল বিশ্বকাপ ইসলাম এবং আল্লাহ বিরোধী তাই স্টেডিয়ামে খেলা দেখতে আসলে সবাইকে মেরে ফেলা হবে৷
অন্য একটি পোস্টারে এক জঙ্গিকে সোচি স্টেডিয়ামের দিকে বন্দুক এবং বোম নিয়ে তাকিয়ে থাকতে দেখা যায়৷ তবে এই দু’টি পোস্টারই নয় আরও একটি পোস্টার সাইট গোয়েন্দা সংস্থার পক্ষে প্রকাশ করা হয়েছে যেখানে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের লোগোটির উপর একটি ছুরি বসানো রয়েছে৷ গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে সোচি স্টেডিয়ামটিকে জালিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আইএস’র৷