
ডেস্ক | শনিবার, ২৮ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাসে দিন দিন আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনার আঘাতে এই মুহূর্তে গোটা বিশ্ব স্তব্ধ। এরই জেরে ভারত জুড়ে লকডাউন চলছে। আর এরই মধ্যে অন্য রাজ্য থেকে বাড়ি ফিরতে উত্তরপ্রদেশে বদায়ুঁতে পৌঁছেছিলেন একদল শ্রমিক। একই সঙ্গে দল বেঁধে যাওয়ার কারণে এক পুলিশ কর্মী তাদের আটকিয়ে ব্যাঙ লাফানোর শাস্তি দেন।
পুলিশকর্মী শাস্তি হিসেবে ওই শ্রমিকদের ব্যাঙ লাফানোর মতো শাস্তি দেন। অর্থাৎ চার হাত-পায়ে লাফিয়ে তাদের যেতে বাধ্য করেন ওই পুলিশকর্মী। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরই সমালোচনার মুখে পড়ল উত্তরপ্রদেশ পুলিশ। শেষ মেশ এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন রাজ্যের এক পুলিশ কর্তা।
ভিডিওটিতে দেখা গেছে, ফাঁকা রাস্তায় যানবাহন নেই বললেই চলে। তারই মধ্যে পিঠে ব্যাগপত্র নিয়ে চার-হাতে লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন একদল মানুষ। লাঠি হাতে তাদের উপর নজরদারি চালাচ্ছেন এক পুলিশকর্মী। হাঁফ ধরে যাওয়ায় কেউ উঠে দাঁড়ালে তাঁদের দিকে তেড়ে যাচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পরই সমালোচনার ঝড় উঠে। পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বদায়ুঁর পুলিশ প্রধান একে ত্রিপাঠী।
Posted ৯:২৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar