অগ্রবাণী ডেস্ক | ০৮ জুন ২০১৭ | ৩:৩২ অপরাহ্ণ
ভারতে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভারতের মধ্যপ্রদেশে চলমান কৃষকদের বিক্ষোভে যাওয়ার সময় রাস্তা থেকে তাকে আটক করা হয়। পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপেস।
এসময় রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আমাকে আটক করার কোনো কারণ নেই, তারা (পুলিশ) শুধু বলেছে, আপনাকে আটক করা হচ্ছে।
ঋণে ছাড় ও পণ্যের ন্যায্য দামের দাবিতে ১১ দিন ধরে সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। মঙ্গলবার ওই বিক্ষোভে গুলিতে ৫ কৃষক নিহত হন। এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রদেশ। রাহুল প্রাণ হারানো ওই কৃষকদের স্বজনদের সমবেদনা জানাতে মান্দসরে যাচ্ছিলেন বলে দাবি কংগ্রেসের।