
| বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
বায়ার্ন মিউনিখ তারকা ডেভিড আলভা আগামী জুনের পর বায়ার্ন ছাড়বে সেটা তিনি নিশ্চিত করেছিলেন। তবে তারপর কোন ক্লাবে যাবেন বা কোন ক্লাবের সঙ্গে কথা হয়েছে কিনা সেটা নিয়ে কিছু বলেননি।
কয়েকটি গনমাধ্যম জানিয়েছিল যে, আলভার সঙ্গে রিয়াল মাদ্রিদের মৌখিক চুক্তি হয়ে গেছে। চার বছরের চুক্তিতে তিনি রিয়াল মাদ্রিদে আসতে চলেছেন।
তবে রিয়াল মাদ্রিদের মুখের খাবার কেড়ে নেয়ার চেষ্টা করছে ফ্রান্সের জায়ান্ট পিএসজি। তারা চেষ্টা করছে আলভাকে কেনার জন্য।
জার্মান দৈনিক দ্য বিল্ড জানিয়েছে, পিএসজি ডেভিড আলভাকে অফার করেছে। আলভার চাওয়া মতই অনেক টাকা বেতন দিতেও নাকি রাজি ক্লাবটি।
বিল্ড জানিয়েছে, আলভা রিয়াল মাদ্রিদে খেলতে চায়। কিন্তু তার অতিরিক্ত বেতন হয়তো রিয়াল মাদ্রিদ বহন করতে রাজি হবে না।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar