নিজস্ব প্রতিবেদক: | ১৬ জুলাই ২০১৭ | ১০:২২ অপরাহ্ণ
কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেরানি মরহুম টুকু শেখের ছেলে রুবেল শেখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সহ সভাপতি ফারুক আহম্মেদ (জাপানী ফারুক)।
দিন মুজুর রুবেল শেখের চিকিৎসায় যত টাকা খরচ হবে তা ফারুক আহম্মেদ নিজের তহবিল থেকে বহন করবেন বলে তার পরিবারকে জানিয়েছেন। রুবেলে চিকিৎসায় যাতে কোন কর্পন্ন না করা হয় সে বিষয়ে তিনি তার পরিবারকে নির্দেশ দিয়েছেন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্ম নেওয়া ফারুক আহম্মেদ (জাপানী ফারুক) সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী। বিপদে-আপদে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ান। রুবেল শেখের চিকিৎসার দায়িত্ব নেওয়াই তার প্রমাণ।
প্রসঙ্গত, ইট ভাঙ্গা গাড়ি উল্টে পড়ে দিন মুজুর রুবেল শেখের মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রফেসর ড: আরিফ আনোয়ার (অর্থপেডিক) এর তত্ত্বাবধানে ঢাকা পঙ্গু হাসপাতালের ৩ তলার প্যারা-১ এর ৬ নং বেডে ভর্তি করা হয়েছে।