
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত খালাসি পদে আবেদনের সময় বাড়ানো হয়েছে।
এ পদে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী ১০ ফেব্রুয়ারি করা হয়েছে। রেলওয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার আগের শেষ তারিখ ছিল আজ বুধবার (২৬ জানুয়ারি)। সংশোধিত সময়সীমা অনুযায়ী প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই http://br.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
এরই মধ্যে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
খালাসি পদে নেওয়া হবে ১ হাজার ৮৬ জন।
পাবনা ও লালমনিরহাট বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)। আবেদন ফি ৫০ টাকা।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar