অনলাইন ডেস্ক | ০৩ জুন ২০১৭ | ১১:০৯ অপরাহ্ণ
আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
ম্যাচটিতে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লঙ্কানরা। ইতিমধ্যে বিচক্ষনতার পরিচয় দিয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মুসলিম ক্রিকেটার হাশিম আমলা। যদিও শতকের পর মাত্র ৩ রান তুলে সাজঘরে ফেরেন তিনি।
আজকের ম্যাচটিতে রোজা নিয়ে খেলছেন তিনি। তাও আবার ১৯ ঘন্টা রোজা রেখে চালিয়ে নিচ্ছেন খেলা। প্রসঙ্গত, ইংল্যান্ডের আরেক মুসলিম ক্রিকেটার মঈন আলীও রোজা রেখে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে প্রটিয়াদের সংগ্রহ ২৩৫ রান।
শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশন ডিকভেলা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদিপ, লাসিথ মালিঙ্গা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, মর্নে মরকেল, ইমরান তাহির।