
| শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ লিজেন্ড দল। আবারও শচীন-লারা-রোডস-পেড্রো কলিন্সদের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুজন-রফিকরা। চ্যারিটি টুর্নামেন্ট হলেও লক্ষ্যটা ইতিবাচক ক্রিকেট খেলার।
বিমানবন্দরে ব্যাট প্যাড নিয়ে হান্নান-পাইলটদের ব্যস্ততা। প্রথম দর্শনে এমন দৃশ্যে খটকা লাগতে পারে যে কারোই। এদের হাত ধরেই তো বাংলার ক্রিকেটের উত্থান। খেলোয়াড়ি জীবনের পাঠ চুকিয়েছেন বহু আগেই। তবে কি আবার এই বয়সে অবসর ভেঙে ফিরছেন মাঠে?
উত্তরটা হলো অবসর ভেঙে নয়, তবে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে টাইগারদের সোনালি অতীত। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে ভারত গেলেন নাফিস-অপিরা।
উদ্যোগটা মহৎ। সড়ক দুর্ঘটনার হার প্রতিদিনই বাড়ছে বিশ্বজুড়ে। তাইতো সবাইকে সচেতন করতেই এমন আয়োজন। প্রতিপক্ষ হিসেবে থাকছেন ভাস-টেন্ডুলকার-যুবরাজ-দিলশান। কিছুটা বিনোদনের খোরাক জোগাতে এ টুর্নামেন্ট আয়োজন করা হলেও এতে থাকছে বহু পুরনো দেনা শোধ করার সুযোগ।
সব ম্যাচই হবে ছত্তিশগড়ের রায়পুরে। সামাজিক দায়বদ্ধতা থেকে ক্রিকেটাররা দিলেন ইতিবাচক বার্তা।
৫ মার্চ ইন্ডিয়া লিজেন্ডদের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলার লিজেন্ডদের। এরপর ৭, ১০, ১২ ও ১৫ মার্চ রফিক বাহিনীর প্রতিপক্ষ যথাক্রমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা। ৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২১ মার্চ।
Posted ২:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar