অনলাইন ডেস্ক | ২২ জুন ২০১৮ | ৭:২৯ অপরাহ্ণ
বিশ্বজুড়ে সমর্থকের অভাব নেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে বসা সমর্থকরা তাকিয়ে ছিলেন তার পারফরম্যান্সের দিকে। তাদের আশার প্রতিদান দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন এই রিয়াল তারকা।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে করেছেন চার গোল, যা এখন পর্যন্ত এই বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ। এমন দুর্দান্ত পারফরম্যান্স করা রোনালদোর ‘ভক্ত’ তালিকায় যোগ হয়েছেন বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারী রেফারিও।
ঘটনাটি পর্তুগাল ও মরক্কোর ম্যাচে। ওই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মার্ক গেগার। ম্যাচে তিনি এক অদ্ভুত কাণ্ড করেছেন। প্রথমার্ধের খেলা শেষে ডাগআউটে ফেরার পথে রোনালদোর কাছে জার্সি চেয়ে বসেন এই রেফারি, যা মোটেই ভালোভাবে নেননি মরক্কোর খেলোয়াড় নরদিন আমরাবাত। বিষয়টিকে গর্হিত বলে দাবি করেছেন এই ফরোয়ার্ড।
নেদারল্যান্ডসের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আমরাবাত ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি আসলে জানি না রেফারির কাজ কী ছিল। তিনি রোনালদোর ওপর খুবই সন্তুষ্ট ছিলেন। আমি পেপের কাছে শুনেছি, প্রথমার্ধের শেষেই তিনি রোনাদোর থেকে জার্সি চেয়েছেন। আমরা আসলে কী নিয়ে কথা বলছি? এইটা বিশ্বকাপ, কোনো সার্কাস নয়।’