অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০১৮ | ৫:৪৬ পূর্বাহ্ণ
কিছুদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন। সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন লুসিয়ানো মোগি। জুভেন্টাসের সাবেক এই কর্মকর্তার দাবি, ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে এসেছেন রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোগির এক টুইটের পর থেকে রোনালদোর দলবদলের খবরটি আবারও আলোচনায় এসেছে। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জুভেন্টাসের বোর্ড পরিচালকের দায়িত্ব সামলানো মোগি লেখেন, ‘এরই মধ্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে এসেছেন রোনালদো। জার্মানির মিউনিখে তার স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়ে গেছে।’
কিছুদিন আগেই রোনালদোর জুভেন্টাসে আসার খবরটি হেসে পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন মোগি। দুই দিন না যেতেই সিআরসেভেনের দলবদল নিয়ে নতুন খবর দিলেন জুভেন্টাসের এই সাবেক ডিরেক্টর। দুই দিনের ব্যবধানে তিনি এমন তথ্য কোথায় পেলেন এমন প্রশ্নের জবাবে মোগি বলেন, ‘কিছু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলে আমার এটা মনে হয়েছে।’
এখানেই শেষ নয়। ইতালির একটি টেলিভিশন নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে ৮০ বছর বয়সী মোগি বলেন, ‘আমার মতে সে (রোনালদো) চুক্তিতে স্বাক্ষর করেছে এবং মিউনিখে জুভেন্টাসের মেডিকেল পরীক্ষায়ও পাস করেছে।’
স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ইতালির ক্লাব জুভেন্টাসের সঙ্গে ইতোমধ্যে কথা চূড়ান্ত করেছেন রোনালদো। চার বছরের চুক্তিতে রোনালদোকে পারিশ্রমিক হিসেবে বছরে ৩০ মিলিয়ন ইউরো দিতেও রাজি তারা। রোনালদোর জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন ইতোমধ্যেই ক্লাবটির ভাগ্য বদলে দিয়েছে। রোনালদোর দলবদলের গুঞ্জনেই গেল দুই দিনে জুভেন্টাসের শেয়ারের দাম বেড়েছে ৭.২৭ ভাগ।