
| রবিবার, ০৪ জুলাই ২০২১ | প্রিন্ট
টেকনাফ উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে বৃষ্টির পানিতে তলীয়ে গেছে ১০/১৫ টি রোহিঙ্গা শেড। এতে ওই পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অতি বৃষ্টিপাতে বি/১ ব্লক এলাকার ক্যাম্পের সীমানা নির্ধারণকারী কাঁটাতারের বেষ্টনীর কয়েকটি পিলারের মাটি সরে গিয়ে পাশ্ববর্তী খালের মধ্যে ধসে পড়েছে।
বৃষ্টিপাতের ফলে ব্লক-এ/১ ও বি/১ এলাকায় ১০/১৫ টি রোহিঙ্গা শরনার্থীর ঘর বৃষ্টির পানি ঢুকে প্লাবিত হয়ে যায়। প্লাবিত হওয়ায় বসবাসের অনুপযোগী ঘর সমূহ হতে ক্যাম্প ইনচার্জ এর নির্দেশে
রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
রোববার সকালের দিকে এই ঘটনা ঘটে বলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র নিশ্চিত করেছে।
Posted ৩:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar