
ডেস্ক | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
চলমান রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। সোমবার নম পেনের শান্তি প্রাসাদে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সহায়তা চান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গারা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করলে বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলো ছাড়াও এ অঞ্চলের ওপর যে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়বে তা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ফারুক খান।
আলোচনায় এক প্রসঙ্গে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী জানান, নম পেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক এবং ঢাকায় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিয়ানুকের নামে সড়ক দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্য, কৃষি ও পর্যটনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar