
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০২ জুলাই ২০২২ | প্রিন্ট
মামলা থেকে বাঁচানোর প্রতিশ্রুতিতে ভুয়া র্যাব পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয় প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের বায়েজিদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল হোসেন, মো. মানিক হোসেন, মো. নজরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. নীরব ও আবু তৈয়ব সিদ্দিকী।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভুঞা জানান, রুবেল হোসেন একজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। সহযোগীদের নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বা র্যাব সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar