
| বুধবার, ৩০ জুন ২০২১ | প্রিন্ট
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। কঠোর লকডাউন চলাকালে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংকের নিজেদের কার্যক্রমের জন্য ব্যাংকা খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালে সাপ্তাহিক ছুটি বাদেও রোববার ব্যাংক বন্ধ থাকবে। অর্থ্যাৎ সপ্তাহে তিন দিন ব্যাংক বন্ধ।
নির্দেশনায় আরো বলা হয়েছে, সরকারি ব্যাংকগুলো জেলা সদর ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে পারবে এবং বেসরকারি ব্যাংকগুলো জেলা সদরে একটি ও উপজেলায় সর্বোচ্চ ২টি শাখা খোলা রাখতে পারবে।
Posted ৬:০১ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১
ajkerograbani.com | faroque
.
.
Archive Calendar