
তারিকুল ইসলাম | সোমবার, ০১ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর শিবগাতিতে সূর্যমুখী পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ওই বাসের অন্ততঃ ২৮ জন যাত্রী আহত হয়। মারাত্মক আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানাগেছে।
অন্যদিকে, একই মহাসড়কের গেড়াখোলা এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হয়।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে এবং মারাত্মক আহত ৪ জনকে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
Posted ১২:১২ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar