অনলাইন ডেস্ক | ২০ জুন ২০১৮ | ৩:০২ পূর্বাহ্ণ
ছেলে তৈমুর আলি খানকে নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন বলিউডের আলোচিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সেখানে ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটার সময় এক ভক্তের আচরণে বিরক্তি প্রকাশ করেন সাইফ।
মঙ্গলবার ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেই প্রতিবেদনে জানানো হয়, লন্ডনের রাস্তায় তৈমুরকে প্যারামবুলেটরে নিয়ে সাইফ আর কারিনা যখন হাঁটছিলেন, সেই সময় তাদের ক্যামেরাবন্দী করতে যান এক ভক্ত, যা দেখে বিরক্ত হন সাইফ। তাদের ছবি যাতে সেই ভক্ত তুলতে না পারেন, সে জন্য হাত নাড়িয়ে না করেন সাইফ। কিন্তু নাছোড়বান্দা সেই ভক্ত তার চাওয়া পূরণ করেই স্থান ত্যাগ করেন।
কিছুদিন আগে ‘ভিরে ডি ওয়েডিং’ ছবির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন কারিনা কাপুর। সেই ব্যস্ততার পর্ব শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে কারিনা তার স্বামী সাইফ ও ছেলে তৈমুরকে নিয়ে পাড়ি জমান লন্ডনে।