অনলাইন ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৫:৫২ অপরাহ্ণ
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কাজে সন্তোস প্রকাশ করেছেন সাবেক মিজ আর্থ ইন্টারন্যাশনাল বাংলাদেশি বংশোদ্ভুত মাকসুদা আক্তার প্রিয়তি। নানা বদনাম শুনে ভয়ে ভয়ে তিনি গিয়েছিলেন হাইকমিশনে। কিন্তু সেখানে গিয়ে তার ধারণা বদলে গেছে। আর সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন ফেসবুকে। প্রিয়তি লিখেছেন-
”ভয়ে ভয়ে এসেছিলাম লন্ডনের বাংলাদেশ দূতাবাসে । এতদিন খালি শুনে এসছি , উনাদের কাজ করার ধরন বা সেবা নাকি দুর্বিষহ , ভয়ংকর রকম বাজে । কিন্তু আজ পুরো ধারনাটাই বদলে গেলো। দূতাবাসের প্রতিটি স্টাফ খুবই হেল্পফুল এবং গুরুত্ব সহকারে দ্রুত কাজ করেন এবং সেবা দিচ্ছেন। আমি খুবই সন্তুষ্ট আপনাদের সেবার মানের দিক থেকে । এমন না যে, আমাকে উনারা চিনেন এবং তার জন্য ভি আই পি সেবা পেয়েছি। জি না, আমি আর সবার মতোই সাধারণভাবে , দূতাবাসের প্রসেস অনুযায়ী গিয়েছি এবং আমি আমার কাজগুলো করেছি , কোনোরকম বাড়তি প্রভাব করা ছাড়াই, শুধুমাত্র দূতাবাসের কর্মীগণ নিষ্ঠাবান ছিলেন বলে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সবাই খারাপ দিকটি সবসময় সোশ্যাল মিডিয়া তে প্রচার করেন , ভালো কিছু হলে বা কেউ ভালো করলে তাও সোশ্যাল মিডিয়াতে প্রচার করা উচিত বলে আমি মনে করি, যার জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা।”