অগ্রবাণী ডেস্ক: | ১১ এপ্রিল ২০১৭ | ৮:০৬ পূর্বাহ্ণ
কিছুদিন আগেই অসাধারণ পেশাদারিত্ব দেখিয়ে সকলের মন কাঁদিয়েছিলেন অ্যাঙ্কর সুরপ্রীত কওর। এবার কান্না নয়, অ্যাঙ্করের কাণ্ড দেখে রীতিমতো হাসির রোল উঠল দর্শকদের মধ্যে। বুলেটিন চলার আগে অ্যাঙ্কর কলম নিয়ে একমনে খেলে চলেছিলেন, আচমকাই শুরু হয়ে যায় লাইভ। চমক ভাঙতেই তিনি দেখেন তাঁর সামনের ক্যামেরা চলছে। একটু অপ্পস্তুত, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পরের খবরের কিউটি দিয়ে দিলেন তিনি। খবরের শেষে একমুখ হাসিও উপহার দিলেন দর্শকদের। কিন্তু চমক ভাঙার ওই মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অস্ট্রেলিয়ার এবিসি ২৪ চ্যানেলের অ্যাঙ্কর নাতাশা এক্সেলবাই বিকেলের বুলেটিন পড়ার আগে পেন নিয়ে খানিকক্ষণ দিবাস্বপ্নে ডুবে ছিলেন। লাইভ টিভি চলার সময়েই নাতাশার সেই মুহূর্তটি ধরা পড়ল ক্যামেরায়। বুলেটিনে সে সময় স্পোর্টস সেগমেন্ট চলছিল, কিন্তু তারপরেই ক্যামেরায় ধরা পড়ে অ্যাঙ্করের কলম নিয়ে আনমনে খেলার দৃশ্য। অ্যাঙ্কর নাতাশা যে অফ–এয়ার নন, সেটা বুঝতে তাঁর কয়েক সেকেন্ড সময় লাগে। নাতাশা সেটা বোঝার পরেই বড় একটা বিস্ময়সূচক অভিব্যক্তি দিয়ে কলম ছুড়ে ফেলে আবার নিজের কাজে ডুবে যান। কিন্তু অ্যাঙ্করের কয়েক সেকেন্ডের ওই প্রতিক্রিয়াই দর্শকের কাছে হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাই প্রথমবার নয়, এর আগেও ২০১৩ সালে এক নিউজ অ্যাঙ্করকে গুরুত্বপূর্ণ খবর চলাকালীন হাসতে দেখা যায়। এ ঘটনার জন্য তাঁকে ক্ষমাও চাইতে হয়। [LS]
দেখুন ভিডিও: