আজকের অগ্রবাণী ডেস্ক | ০৩ জুলাই ২০১৮ | ৪:০০ অপরাহ্ণ
উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাইয়া পাড়ায় পাহাড় ধসে মাটি চাপায় নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।
লামা উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দুর্গমে অবস্থিত এই পাড়া।
মঙ্গলবার দুপুরে মুষলধারে বৃষ্টি হলে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।
লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন। স্থানীয় মেম্বার ও এলাকার লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেছে।