আজকের অগ্রবাণী ডেস্ক: | ২১ মার্চ ২০১৭ | ১০:৫৫ পূর্বাহ্ণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে নুরুজ্জামান (২৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ)।
নুরুজ্জামান উপজেলার বুড়িমারী ইউনিয়নের পানিশালা গ্রামের হিটলার উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও বিজিবি জানায়, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িমারী সীমান্তে ৮৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলার এলাকা থেকে নুরুজ্জামানকে ধরে নিয়ে যায় ভারতীয় ৬১ চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা। ওই সময় ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি এক দল গরু পারাপারকারী রাখাল গরু নিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |