অগ্রবাণী ডেস্ক: | ১৩ এপ্রিল ২০১৭ | ১২:১৬ পূর্বাহ্ণ
সময়টা বোধহয় ভালো যাচ্ছে না বলিউড পরিচালক রাম গোপাল ভার্মার। কিছুদিন আগেই সানি লিওনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন এই পরিচালক। তার রেশ কাটতে না কাটতেই বলিউডের উঠতি তারকা জ্যাকি শ্রফকে নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হচ্ছেন ভার্মা।
জানা যায়, সম্প্রতি বেশ কয়েকটি টুইটার বার্তার মাধ্যমে বলিউড তারকা টাইগার শ্রফ ও বিদ্যুৎ জামওয়ালকে সরাসরি কুস্তি লড়ার আহবান জানান ভার্মা। সেখানে তিনি বিদ্যুৎ জামওয়ালকে কিছুটা কটাক্ষ করেও কথা বলেন।
এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ একটি অডিও ক্লিপস প্রকাশ করেন যেখানে রাম গোপাল ভার্মার মাদকাসক্ত গলা শোনা যায়। সেখানে তিনি বলেন , ‘আমার জীবনে দেখা নারীদের মধ্যে টাইগার শ্রফ সেরা। আমি ধারনা করছি ও মেয়ে থেকে লিঙ্গ পরিবর্তন করে ছেলে হয়েছে।’
এমন মন্তব্য শোনার পর রাম গোপালের উপর ক্ষোভ ঝেড়েছেন বলিউডের অনেকেই। তবে কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো টাইগার শ্রফের। [LS]