
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ মে ২০২২ | প্রিন্ট
বুকে ব্যাথার কারণ হিসেবে বড় কোন সমস্যা পাওয়া যায়নি সফরকারী লংকান ব্যাটার কুশাল মেন্ডিসের। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলার সময় বুকের ব্যাথা নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।
পরে তার ইসিজি করা হলে কোন রকম জটিলতা পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, পেশির টান জনীত কারণে তিনি ব্যাথা অনুভব করেছেন বলে ধারনা করছেন চিকিৎসকরা।
মধ্যাহ্ন বিরতির আগমুহুর্তে বুকে ব্যাথা নিয়ে মাঠ ছাড়ার পরপরই পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় মেন্ডিসকে। বিসিবি কর্মকর্তা বলেন, ‘তাকে ইসিজি করানো হয়েছে এবং সেখানে কোন সমস্যা পাওয়া যায়নি। আশা করছি কয়েক ঘন্টার মধ্যে তিনি হোটেলে ফিরতে পারবেন। বর্তমানে তিনি পর্যবেক্ষনে রয়েছেন।’
চট্টগ্রামে ড্র হওয়া প্রথম টেস্টে যথাক্রমে ৫৪ ও ৪৮ রান করেছিলেন মেন্ডিস।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar