
ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
আবহাওয়া অধিদপ্তর আবারও শৈত্যপ্রবাহ হবে বলে পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেয়া পূর্বাভাসে বলা হয়, আগামী শনিবার থেকে সোমবার (১১-১৩ জানুয়ারি) এ তিনদিনে শীতের দাপট অনেকটাই বাড়তে পারে।
এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।
আবহাওয়া অধিদফতর বলছে, বৃহস্পতিবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে শীত জেঁকে বসায় দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। হিমেল হাওয়া ও প্রচণ্ড ঠান্ডায় অনেকটাই কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে ওই অঞ্চলের যানবাহনগুলোকে।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar