অনলাইন ডেস্ক | ২৩ আগস্ট ২০১৭ | ৭:৫৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে শনিবার বগুড়া ও গাইবান্ধা যাবেন। সেখানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী, ধানের চারা বিতরণ ও স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত সফরসূচিতে দেখা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীসমাজ ও বন্যা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে বেলা আড়াইটায় তিনি বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন।
পরে কলেজ মিলনায়তনে মতবিনিময় শেষে বিকেল চারটায় হেলিকপ্টারযোগে তিনি ঢাকায় ফিরবেন।
জানা গেছে, শেখ হাসিনা প্রায় ২০ বছর পর যমুনা নদীর তীরবর্তী সারিয়াকান্দিতে যাচ্ছেন। এর আগে ১৯৯৮ সালের ২৬ ফেব্রুয়ারি সারিয়াকান্দি গিয়েছিলেন তিনি।