অগ্রবাণী ডেস্ক | ২১ মে ২০১৭ | ১২:৪৮ পূর্বাহ্ণ
পর্দার তারকারা একটু খোলামেলাই হন। তবে কেউ বেশি, কেউ কম। অভিনয়ের স্বার্থে কেউ বলতেই পোশাক খুলে ফেলেন, কেউ আবার অনেক অনুরোধের পর খোলেন। আবার অনেকে খোলামেলা হতে হয় এমন চরিত্রকে এড়িয়ে চলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে কী বলিউড, কী হলিউড- খোলামেলা সাহসি অভিনয় করেন অনেকেই। কেউ আবার ব্যক্তি জীবনেও পোশাকের ক্ষেত্রে অনেক দিলখোলা। আবার কিছু সঙ্গীতশিল্পীও আছেন যারা বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন অনেকটা উন্মুক্তভাবেই। মিউজিক ভিডিওর স্বার্থে কেউ আবার সম্পূর্ণ নগ্ন হতেও কার্পণ্য করেন না। চলুন জেনে আসা যাক এমন কিছু তারকা সম্পর্কে।
রিটা ওরা: পৃথিবীর অন্যতম বৃটিশ পপ সেনসেশন রিটা ওরা কখনো নিজের আবেদনময়ী শরীর প্রদর্শন করতে পিছপা হন নাই। সবসময়ই যতটুকু সম্ভব খোলামেলা পোশাক পরে নিজের সত্তাকে জাহির করেন। বাহবাও পান বেশ।
মাইলি সাইরাস: প্রাক্তন ডিজনি তারকা মাইলি সাইরাস এক ধাপ যেন এগিয়ে আছেন শরীরী আকর্ষণ প্রকাশের বেলায়! তিনি স্টেজে শুধু শরীরই দেখান না, আদিম শরীরী খেলায়ও মেতে ওঠেন, অবশ্য সেটা অভিনয় মাত্র। রেকিং বল গানের মিউজিক ভিডিওতে তো সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন।
এমিলি রাটাইকভস্কি: মডেল ও অভিনেত্রী এমিলি তার যৌনতা নিয়ে বেশ খোলামেলা। গণমাধ্যমে বেশ কয়েকবার তাকে এমন নগ্ন বসনে দেখা গেছে।
রিহানা: সঙ্গীত প্রতিভার জন্য রিহানা সর্বদা টপ লিস্টে থাকেন। কিন্তু তিনি যেভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করেন, সেটিও তার প্রতি আকর্ষণের অন্যতম কারণ। শরীরের প্রতিটি অঙ্গই তিনি সুযোগ ফাঁকে ফাঁকে ভক্তদের দেখিয়ে দিয়েছেন।
** PREMIUM EXCLUSIVE RATES APPLY** Modern Family star Ariel Winter and boyfriend Laurent Gaudette on vacation with Ariel’s Modern Family co-star Nolan Gould at Atlantis Resort in the Bahamas. Ariel showed off her bikini body and a new tattoo on her rib cage.
সূত্র: সারক্যাজম