
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৬ মে ২০২২ | প্রিন্ট
বিমানে যাত্রীর হারানো মোবাইল খুঁজে দিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা। আর তা পেয়ে মহাখুশি ওই যাত্রী। তবে তার আগেই ফোনটি শারজাহ ঘুরে আসে।
গত শনিবার রাত সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫১ ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের বিভাগীয় প্রধান লতিফা আনসারী রুনা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর হঠাৎ খেয়াল হয়, বিমানে তাঁর আইফোনটি রয়ে গেছে। এরপর বিমানের ম্যানেজার ও চট্টগ্রাম স্টেশন ম্যানেজারকে বিষয়টি অবহিত করা হয়। বিমানকর্মীদের প্রচেষ্টায় প্রোম্যাক্স-১৩ সিরিজের ফোনটি খুঁজে পাওয়া যায়। রোববার বিকেলে ফোনটি হাতে পান রুনা। বিষয়টি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Posted ৩:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar