
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৪ জুলাই ২০২২ | প্রিন্ট
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। তবে অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক ও মডেল।
হিন্দি সিনেমা ছাড়াও বেশ কয়েকটি তেলুগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার, স্ক্রিন অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন।
১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন রাবিনা। তবে তারকা হওয়ার আগে অন্যান্য সাধারণ মেয়ের মতোই জীবনযাপন করতেন তিনি। বাস, ট্রেন, অটোরিকশার মতো গণপরিবহনেই যাতায়াত করতেন রাবিনা।
আরও পড়ুন: তিনবার বিয়ে ভেঙে গেছে সুস্মিতার
এক টুইটবার্তায় এ অভিনেত্রী জানান, ১৯৯২ সালে প্রথম গাড়ি কেনেন তিনি। এর আগে গণপরিবহনে যাতায়াতের সময় অন্য পাঁচটা মেয়ের মতো তাকেও শারীরিক হেনস্তার শিকার হতে হয়েছে। শুনে বিস্মিত হলেও এ ঘটনাকে নির্মম সত্য বলে টুইটারে অকপট স্বীকারোক্তি রাবিনার।
এ ছাড়াও যারা পরিশ্রম করে সফলতা অর্জন করেছে, তাদের প্রতি ক্ষোভ পোষণ না করার অনুরোধ করে রাবিনা বলেন, ‘পরিশ্রম করে সাফল্য অর্জন করেছি। সবাই সোনার চামচ নিয়ে জন্মায় না। সবাইকে পরিশ্রম করতে হয় কোথাও পৌঁছতে গেলে।’
Posted ১১:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar