অনলাইন ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০১৭ | ৫:৪৬ অপরাহ্ণ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির ভেতর থেকে ৬০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।
বৃহস্পতিবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২১ ফ্লাইটে করে আসা এক যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়।
ইতালির রোম থেকে আসা ওই যাত্রীর নাম সালমান মুকুল (৩৮)। তিনি ঢাকার সাভারের বাসিন্দা।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৪৫ মিনিটে আসা ওই ফ্লাইটের সন্দেহজনক যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়।বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সালমান মুকুলের ব্যাগেজ স্ক্যান করে ব্যাগে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির ভেতরে বাদামি স্কচটেপ পেঁচানো ৪টি প্যাকেট থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারের ভাঙা অংশ উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬০০ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ টাকা।
এ বিষয়ে আইনাগত ব্যবস্থা নেয়া হচ্ছে।