আজকের অগ্রবাণী ডেস্ক | ১১ আগস্ট ২০১৭ | ৭:২২ অপরাহ্ণ
হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটা থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এখন চেকইন চলছে। তবে এখনও কোনো ফ্লাইট শাহজালাল ছেড়ে যায়নি।
বিমান সূত্র জানায়, শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ২ ঘণ্টা পর অাগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপ-পরিচালক দেবাশীষ বর্ধণকে প্রধান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্যের মধ্যে ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মামুন মাহমুদ ও কুর্মিটোলা স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান রয়েছেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান মিজানুর।
এদিকে এ ঘটনায় মোট ছয়টি ফ্লাইট বন্ধ রয়েছে। ঢাকা থেকে দেশের অভ্যন্তরে ও বিদেশে এসব ফ্লাইট আজ এ সময়ের মধ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। যার মধ্যে হজ ফ্লাইটও রয়েছে। এসব ফ্লাইটের মোট পাঁচ শতাধিক যাত্রী এখন বিমানবন্দরে আটকা রয়েছেন।
পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট ছেড়ে যাবে।
হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম বিকেল ৩টা ১০ মিনিটের দিকে জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও ফ্লাইট বাতিলের কোনো তথ্য জানায়নি। আশকোনা হজ ক্যাম্পেও বিমানের অস্থায়ী কার্যালয় রয়েছে। এখান থেকেও হজ ফ্লাইট বাতিলের কোনো তথ্য জানানো হয়নি। হজযাত্রীরা সুস্থ ও অক্ষত রয়েছেন।