অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর ২০১৭ | ৭:২৯ অপরাহ্ণ
‘রইস’ মুক্তির আগেই পাকিস্তানে ফিরে যেতে হয়েছে তাঁকে। তারপরেও ছেদ পড়েনি বিতর্কে। কখনও রণবীর কাপুরের সঙ্গে নাম জড়িয়ে বিতর্ক হয়েছে তাঁকে নিয়ে আবার কখনও কেন পিঠ খোলা রেখে ছবি পোস্ট করেছেন, তা নিয়ে তোপের মুখে পড়েছেন নেটিজেনদের একংশের। তিনি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
শাহরুখে র্জন্মদিনে এবার মাহিরা তাঁকে ‘আই লাভ ইউ’-টা বলেই ফেললেন। আশ্চর্য হয়ে যাচ্ছেন তো শুনে? পাকিস্তানি অভিনেত্রী মাহিরা শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই ওই শব্দ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, ওই টুইটে শাহরুখের বড় ভক্ত বলেও দাবি করেছেন মাহিরা।