
| বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | প্রিন্ট
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিজ্ঞানকে অস্বীকার করে আমরা বৈশ্বিক সংকট করোনা অতিমারির মধ্যে চলতে পারি না। শতকরা ৫ শতাংশ বা তার নিচে সংক্রমণের হার না নামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়।
এখন সংক্রমণের হার প্রায় ২৪ শতাংশ। কোনো কোনো জেলায় সংক্রমণ ৫০ শতাংশ বা তারও ঊর্ধ্বে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি অবান্তর। গতকাল বুধবার সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উন্নত দেশগুলো, যেখানে শ্রেণি সাইজ ২০/২৫ জনের বেশি নয়। আমাদের এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গায়ে গায়ে লেগে বসে থাকে। সেখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর। তিনি বলেন, বিভিন্ন সময়ে অভিভাবকদের সঙ্গে আমার কথা হয়। তাদের কেউ কেউ খুলে দেওয়ার কথা বললেও এ সময় খোলা হলে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে এক বাক্যে জবাব দেন। তারা বলেন, সন্তানদের মেরে ফেলার জন্য পাঠাতে পারি না।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশ এমন কি উন্নত বিশ্বের দেশগুলোও পাবলিক পরীক্ষা বাতিল করেছে। কোনো কোনো দেশে প্রেডিকটেড গ্রেড দিচ্ছে। আমরা সেখানে ২০২০ সালের এসএসসি পরীক্ষা নিয়ে ফেলেছিলাম। এইচএসসি পরীক্ষা শুরুর দুই/তিন দিন আগে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এ বছরের সিদ্ধান্ত আমরা খুব শিগগিরই জানাবো।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar