
জবি প্রতিনিধি | শুক্রবার, ১২ জুন ২০২০ | প্রিন্ট
করোনাকালীন সংকট মোকাবেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া সংক্রান্ত সমস্যা সমাধানে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মদ কে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এক অফিস আদেশে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় করণীয় সুপারিশ করার জন্য মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদ,সাবেক প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কে দিয়ে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, তিনি ভাড়া সংক্রান্ত সমস্যায় ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধানে পরামর্শ দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের করনীয় সুপারিশ করবেন।
এ ব্যাপারে অধ্যাপক ড. নূর মোহাম্মদ জানান, আমি চাই সবার সহযোগিতায় কাজ টাকে এগিয়ে নিতে, শিক্ষার্থী-মালিকপক্ষ উভয়ের খোঁজ খবর নিয়ে একটা ডেটাবেজ তৈরী করে সার্বিক খোজ খবর নিয়ে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরীর মাধ্যমে কাজটি সম্পন্ন করতে চাই।
উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র অনাবাসিক এই পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ঢাকা শহরের বিভিন্ন স্থানে মেস ভাড়া করে থাকেন। করোনার এই সংকটকালীন সময়ে অনেক শিক্ষার্থী তাদের মেস ভাড়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন আবার অনেকে ভাড়া পরিশোধ করতে না পেরে বাড়িওয়ালার হুমকি ধামকি শুনছেন।
Posted ১১:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar