হেলেনা জাহাঙ্গীর | ২৩ জুন ২০১৭ | ১১:১৭ অপরাহ্ণ
বন্ধুরা খুব শিঘ্রই নতুন গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে।। গল্পের নাম আপনারা দেবেন।। নীরা,নীরব ও চঞ্চলকে নিয়ে এই গল্প।। ত্রিভূজ প্রেমের গল্প এটি। আমার আগের গল্পের নায়িকার নামও ছিল নীরা।।
নাম ছিল অসমাপ্ত গল্প।। নায়ক এর নাম ছিল আকাশ।। এইবারের গল্পের শুরুটা খুব মজার কিন্তু শেষটা শেষ হলেই বুঝতে পারবেন।। আগের ছয়টি বই লিখা হলেও গল্প ছিল কম।।
বলতে ইচ্ছে করে আমি আমার জীবনী নিয়ে লিখলে তসলিমা নাসরিনের থেকে বেশি হবে লিখার বই এর পরিমান।। ভাবছি অনবরত লিখা শুরু করবো।। আপনারা দোয়া করবেন।
লেখক : হেলেনা জাহাঙ্গীর, পরিচালক-এফবিসিসিআই
হেলেনা জাহাঙ্গীরের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)