অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর ২০১৭ | ৪:৪৪ অপরাহ্ণ
শিনজো আবে দ্বিতীয় দফায় জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার তিনি এই পদে নির্বাচিত হন।
এর আগে ২২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে শিনজো আবের লিবেরাল ডেমোক্র্যাটিক পার্টি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। জানা গেছে মন্ত্রীপরিষদে তিনি আগের মন্ত্রীদেরই পুনরায় নিয়োগ করতে পারেন। আর দায়িত্ব নিয়েই শিশু কল্যাণ ও ভরণপোষনে জোর দিয়ে একটি অতিরিক্ত বাজেট প্রণয়নের উদ্যোগ নিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরের কয়েকদিন আগেই আবে জাপানের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন।
২০১২ সালে অর্থনৈতিক পুনর্গঠন, সংস্কার এবং উৎপাদনশীলতা বাড়ানোর প্রতুশ্রুতি দিয়ে শিনজো আবে জাপানের ক্ষমতায় এসেছিলেন। শিনজো আবের অর্থনৈতিক নীতিমালা ও দর্শন বিশ্বব্যাপী ‘আবেকোনমিকস’ হিসেবে খ্যাতি পেয়েছে।