| ২৭ জানুয়ারি ২০২১ | ১১:২৬ পূর্বাহ্ণ
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘন কুয়াশায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধের পর ফেরি সার্ভিস বুধবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৭টা থেকে আবারও সচল হয়েছে। মাঝ পদ্মায় কয়েকশ’ যাত্রীভর্তি যানসহ আটকেপড়া ৩টি ফেরিও গন্তব্যে ফিরেছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী জানিয়েছেন, বহরের ১৭ ফেরির মধ্যে ১৬টি ফেরি এখন চলছে। ঘন কুয়াশায় বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রাত সোয়া ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, ‘দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে শত শত যান। ফেরিতে আধুনিক ফগলাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের। আগে যে ফেরিতে ফগলাইট ছিল সেগুলো কার্যকর নেই। সাড়ে ১০ কিলোমিটারের এই নৌপথ তাই কুয়াশায় পাড়ি দেওয়া যাচ্ছে না। কুয়াশায় ফেরি চলতে না পারার কারণে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।’
এই নৌরুটের ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪০০ স্পিডবোট এবং কয়েকশ’ ট্রলার সবই এখন চলাচল করছে বলেও জানান আহম্মদ আলী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |