গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া: | ২৭ জুন ২০১৮ | ৪:২১ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ১-০ গোলে উপজেলা অফিসার্স ক্লাবকে পরাজিত করে। উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, প্রফেসর সর্বানন্দ বালা, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজি উপস্থিত ছিলেন।