অগ্রবাণী ডেস্ক: | ০৪ এপ্রিল ২০১৭ | ৫:৫৬ অপরাহ্ণ
নিজের কন্যা শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মাাদরীপুরের কালকিনিতে মো. মারুফ হাওলাদার (৩৮) নামের এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছোট ছেলে। গতকাল দিবাগত রাতে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, ২৬ মার্চ সকাল ১১ টায় কালকিনি কলেজ মাঠে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ব্যবসায়ী মারুফ হাওলাদার তার ৫ বছরের শিশু কন্যা মানহাকে নিয়ে অনুষ্ঠান দেখতে যায়। এ সময় সে শিশু কন্যাকে নিয়ে উপজেলা সদরের প্রধান সড়কে পাশে দাঁড়িয়ে থাকেন। হঠাৎ করে শিশু কন্যা মানহা রাস্তার উপর দৌঁড় দিলে পেছন থেকে একটি ট্রাক আসতে দেখে মানহাকে টান দিয়ে সড়িয়ে বাবা মারুফ হাওলাদার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল রাতে তিনি চিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
-এলএস