আজকের অগ্রবাণী ডেস্ক: | ৩১ মে ২০১৭ | ৮:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জের সলঙ্গায় শিশু সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে নাছিমা খাতুন (২৪) নামে এক সন্তানের জননী অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
গত ২৮ মে রোববার ভোরে গহনা ও নগদ ১ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিক মান্নু ওরফে মালেকের হাত ধরে গৃহবধূ নাছিমা পালিয়ে যান।
এ ঘটনায় মঙ্গলবার রাতে নাছিমা বেগমের স্বামী সুলতান সরকার বাদী হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে সলঙ্গা থানার ধুুবিল ইউনিয়নের সাতকুর্শি গ্রামের উজির আলী সরকারের ছেলে সুলতান সরকারের বিবাহ হয়।
দাম্পত্য জীবনে সুমি খাতুন (৩) নামের এক কন্যা সন্তান আসে তাদের ঘরে। কয়েক বছর সংসার ভালো কাটলেও গত ১ বছর ধরে একই গ্রামের হাজি রহম আলী শেখের ছেলে ৩ সন্তানের জনক মান্নু ওরফে মালেক (৪০) পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে নাছিমা।
একপর্যায়ে গত ২৮ মে রোববার ভোরে স্বামী সুলতান সরকার মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে বাড়িতে থাকা গহনাসহ নগদ ১ লাখ টাকা নিয়ে প্রেমিক মান্নু ওরফে মালেকের হাত ধরে স্বামী-সন্তান রেখে গৃহবধূ নাছিমা অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়।
ধুবিল ইউপি চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয় সুলতান সরকার একটি লিখিত সলঙ্গা থানায় দায়ের করেছেন।