অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট ২০১৭ | ৮:৫২ অপরাহ্ণ
অভিনেত্রী অপি করিম পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। শুক্রবার (২৫ আগস্ট) তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। বাবা-মার সঙ্গে হজে অংশ নিতে যাচ্ছেন অপি। অপির স্বামী চলচ্চিত্র নির্মাতা-স্থপতি এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অপি তার বাবা-মাকে নিয়ে হজে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন, সে সুন্দরভাবে ফিরতে পারে।
এক সময়ের ছোট পর্দার নিয়মিত মুখ অপিকে মিডিয়াতে খুব একটা দেখা যায় না। তিনি ব্যস্ত আছেন সংসার ও শিক্ষকতা নিয়ে।
অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। তিনি নাটকে এবং চলচ্চিত্র দুই অঙ্গনেই অভিনয় করেছেন।
তিনি জার্মানি থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন। ২০১৩ সাল থেকে অভিনয় কমিয়ে দেন অপি। তার অভিনীত নাটকের মধ্যে অন্যতম সকাল-সন্ধ্যা, শুকতারা, আপনজন, সবুজগ্রাম, তিতির সুখ, অক্ষয় কোম্পানির জুতো, ছায়াচোখ, জলছাপ, সাদাআলো সাদাকালো, ছায়াফেরী, যে জীবন ফড়িংয়ের, থতমত এই শহরে, মান-অভিমান, কেমন আছো?, এ শহর মাধবীলতার না, ভূতের ভয়, হঠাৎ প্রিয়তমা, অবাক ভালোবাসা।
অপির উপস্থাপনায় জীবনযাত্রা, সোনালি প্রান্তরে, আমাদের জাদুকর, অপিস গ্লোয়িং চেয়ার অনুষ্ঠানগুলো বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও অসংখ্য বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে মিডিয়ার এ মিষ্টি মুখকে।