আসিফ হাসান কাজল- মাগুরা প্রতিনিধি: | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ৯:৩১ পূর্বাহ্ণ
নিজ প্রয়োজনে অথবা শুধু সাক্ষাৎ করতেই প্রধানমন্ত্রীরর একান্ত ব্যাক্তিগত সচিব এ্যড.সাইফুজ্জামান শিখর (মামা) বাসায় যাওয়া হত। বাসাটি গণভবন এলাকায় থাকার পরেও মাগুরাবাসীর জন্য এর অভ্যন্তরে প্রবেশটা বেশ সহজলভ্য ছিল। কখনো আমার বড় মামার সাথে কখনো বা একাই সকাল সন্ধা চলে যেতাম।
সকাল ৯টার পর অথবা রাত ১০ টায়, সাধারন জনগনের সাথে সাক্ষাৎ করতেন সাইফুজ্জামান শিখর। নিচতলার রুমে একটা চেয়ারে বসে একে একে শুনতেন সবার আবদার,অভিযোগ ও সাধ্যমত সমাধান করতেন।
সকালে খুব বেশি দেখা না হলেও রাতের দিকে প্রথমে দরজার ফাঁকদিয়ে উকি এরপর একবারেই বাবার কোলে চড়ে বসে পড়ত ছোট্ট ছেলেটি।
সাবার সাথেই হাস্যজ্বল মুখে কথা বলত, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর জানাত। সবাই তাকে বেশি যে প্রশ্ন টা করতো সেটি হল- বড় হয়ে কি হতে চাও?
যেদিন বাংলাদেশ ক্রিক্রেট দল জিতে যেত তার পরদিন উত্তরটি এমন ছিল ক্রিকেটার হতে চাই, সাকিব আল হাসান এর মত।
বেশ কিছুদিন পর এই একই প্রশ্নের উত্তর বদলিয়ে ডাক্তার হব।
তার কিছু মাস পরে এই প্রশ্নের উত্তরে বলত আমি আর্মি অফিসার হব।
এর পর থেকে এই প্রশ্নের উত্তর যেন অপরিবর্তিত থাকলো!!!
কি জানি সে হইতবা দেশের সেনাবাহিনীর মধ্যেই সেবা করার অন্তিম জায়গাটা খুজে পেয়েছে।
পেয়েছে তার আগামীর লক্ষ।
সাইফুজ্জামান শিখরের একমাত্র এই ছেলেটি বড় শান্ত, দূরন্ত, বুদ্ধিমান,
নাম আযমাইন আরীব।
আজ তার জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা আরীব, শুভ জন্মদিন। আগামীতে তুমি অনেক বড় হও, সফল হও এই প্রত্যাশা।
আজকের অগ্রবাণীর পক্ষ থেকে আযমাইন আরীব এর জন্মদিনের অকৃতিম শুভ কামনা।