নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট ২০১৭ | ১২:৫৪ পূর্বাহ্ণ
শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত প্রাণ সংগঠক ও কেন্দ্রিয় কার্যনিবর্হী সংসদের সহ-সম্পাদক এস.এম. বাপ্পী।
শুভ জন্মদিনে তোমার জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক এস.এম.বাপ্পীর জন্ম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামে।
এস.এম.বাপ্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় হন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের সকল প্রোগ্রামে, মিছিলে, মিটিংয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও নেতৃত্বদান করেন।