
| মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | প্রিন্ট
শেরপুর জেলায় ক্রমেই করোনা পরিস্থিতির অবনতির হচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিশেষ করে জুন মাসের শুরু থেকেই শেরপুর জেলায় করোনা পিরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৮ জন। এর মধ্যে শুধু জুন মাসেই ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে শহরের খরমপুর ও নকলা উপজেলায় মারা গেছেন ২ জন। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে করোনা ফোকাল পারসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের দাড়িয়াখিলা গ্রামের সোহাগ মিয়া (২৬), নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ মাস্টার (৭০) ও একই উপজেলার যোগানিয়া ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের মাহফুজুল হক (৩৮)। এ ছাড়া মঙ্গলবার (২৯ জুন) সকালে কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামের নুরুজ্জামান (৩৫) ও ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙা এলাকার হারেজ আলী (৬৫) নামে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে শেরপুর জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। সুস্থ হয়েছেন ৮৩৪ জন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৭ জন। এর মধ্যে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮জন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, শেরপুরে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। যেভাবে করোনা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, এ অবস্থা চলতে থাকলে অন্য সাধারণ রোগীদের চিকিৎসা সেবা অসম্ভব হয়ে পড়বে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় সাধারণ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন। তাই সবাইকে সচেতন হওয়া, মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান তিনি।
Posted ১০:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
ajkerograbani.com | faroque
.
.
Archive Calendar