ডেস্ক | ১৫ জুন ২০১৮ | ৮:৩৩ অপরাহ্ণ
এর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে? তীরে এসে তরী ডুবল মিসরের। পুরো ৯০ মিনিট আপ্রাণ লড়ে গেল সালাহবিহীন দলটি। অথচ ইনজুরি টাইমে কি না কপাল পুড়ল পিরামিডের দেশটির।
শেষবেলায় হেরে গেলেন হেক্টর কুপারের শিষ্যরা। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলেরে পরাজয় নিয়ে মাঠ ছাড়লেন তারা।
এ ম্যাচে জয়ের নায়ক অখ্যাত হোসে মারিয়া হিমেনেস। তার দুর্দান্ত গোলে মূল্যবান ৩ পয়েন্ট উল্লাস করতে করতে সবুজ গালিচা ছেড়েছেন সুয়ারেজ-কাভানিরা।