
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০১ জুলাই ২০২২ | প্রিন্ট
গরুর নাম রেখেছেন ‘বাহুবলী’৷ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় পূর্বদেলুয়া গ্রামের আব্দুল আজীজ নামে এক ব্যক্তি এই নাম রাখেন। তিনি পেশায় একজন কৃষক। শখ করে পশু পালন করেন। ছোট বেলা থেকেই এভাবে পালন করে এসেছেন। এত বড় গরু কখনো পালন করেননি এর আগে। ‘বাহুবলী’র প্রতি তার বেড়ে গেছে মায়া।
গত দুই তিন বছর এই মায়া কাটাতে বিক্রি করেনি। নিজেদের সংসার চালাতে হিমশিম খেলেও, বাহুবলীকে খাবার জোগান দিয়েছে। কিন্তু এই জোগান আর দিতে পারছে না। তাছাড়া অনেক টাকাই আটকে আছে ‘বাহুবলী’তে। এবার আর চাচ্ছে না ধরে রাখতে। ‘বাহুবলী’র টাকা দিয়ে সংসারে নতুন কিছু করবে বলে মনে করেন।
এই বিষয়ে আব্দুল আজীজ বলেন, আমার বাড়ি গ্রামে। এত দামি গরু কিভাবে বিক্রি করবো সেই টেনশনে আছি। একজন বলল ভালো নাম রাখলে নাকি গরু বিক্রি হয়। তাই নাম রেখেছি ‘বাহুবলী’।
বাহুবলির ওজন প্রায় ১২৫০ কেজি। আর দাম আশা করেন ১২ লাখ টাকা।
Posted ১:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar