
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
প্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) বেগম ফাতেমা ইয়াসমিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
Posted ২:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar