ডেস্ক | ১৬ মার্চ ২০২০ | ৯:৫২ অপরাহ্ণ
সমগ্র বিশ্বে এখন করোনাভাইরাসের আতঙ্ক। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশেও এখন পর্যন্ত ৮ জন এই ভাইরাসে আকান্ত হয়েছেন। এই ভাইরাস থেকে বাঁচতে প্রতিটি দেশেই নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা।
এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে সকলকে সর্বদা সচেতন থাকার পরামর্শ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে সাকিব লিখেছেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন স্বাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’
সাকিব এখন এক বছরের নিষেধাজ্ঞার সময় পার করছেন। তাই আপাতত ক্রিকেটাঙ্গন থেকে দূরে তিনি। পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন সাকিব।