অগ্রবাণী ডেস্ক | ০৪ জুন ২০১৭ | ৮:০৯ অপরাহ্ণ
বাংলাদেশ সময় রবিবার ভোররাতে সন্ত্রাসী হামলায় লন্ডনে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮ জন। এ সময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে লন্ডনে অবস্থান করছে মুশফিক-তামিমরা। তবে তারা হোটেলে নিরাপদেই আছেন বলে জানিয়েছেন বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
তিনি জানিয়েছেন, দলের প্রতিটি খেলোয়াড় ও সংশ্লিষ্টরা সবাই নিরাপদে আছেন এবং তারা হোটেলেই অবস্থান করছেন। বাংলাদেশ দলের নিয়মিত কার্যসূচিতেও কোন পরিবর্তন আনা হয়নি এখনো।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেট এলাকায় হামলার ঘটনায় ৬ জন নিহত ও ৪৮ জন আহত হওয়ার পর পুরো লন্ডন জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে। ফলে খেলায় এ হামলার ঘটনা কোন প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।