অনলাইন ডেস্ক | ০৩ এপ্রিল ২০১৭ | ৯:৫৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক থেকে নামার সময় উল্টে যাওয়া লাল বোটের চার যাত্রীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়া ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে তিনজন এবং সোমবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের উদ্ধারকারী দলের কর্মকর্তা মো. আমিনুল হক।
তিনি জানান, সাগরে প্রচণ্ড বাতাস ও স্রোতের গতিবেগ অত্যধিক হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।