অগ্রবাণী ডেস্ক | ২৩ মার্চ ২০১৭ | ৮:৩৩ অপরাহ্ণ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাহেন্দ্র ও অটোরিক্সার সংঘর্ষে বোরহান শেখ (২৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের আমীরের ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বোরহানের সৌদিতে ফিরে যাওয়ার ফ্লাইট নির্ধারিত ছিল।
নিহত বোরহান শেখ পার্শ্ববর্তী নয়াডাঙ্গী গ্রামের শেখ ইউনুছের ছেলে। এক মাস আগে ছুটিতে বাড়ি এসে বিয়ে করেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অটোরিক্সাযোগে পাশের লোহারটেক গ্রামের এক স্বজনের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছিলেন বোরহান। এ সময় উপজেলা থেকে জেলা শহরগামী রাজুর মাহেন্দ্রগাড়ি তার অটোরিক্সাকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিক্সায় থাকা বোরহান ছিটকে পড়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে লেগে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই বোরহানের মৃত্যু হয়।
তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানা গেছে।
-এলএস